logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৯ ১২:৪১
বায়ুদূষণের বিরুদ্ধে অভিযানে মেয়র আতিকুল
অনলাইন ডেস্ক

বায়ুদূষণের বিরুদ্ধে অভিযানে মেয়র আতিকুল

বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম উপস্থিত রয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উত্তরায় নিকেতন ১ নম্বর গেট থেকে অভিযান শুরু হয়। নিকেতন ৮ নম্বর সড়কে চালানো অভিযানে এখন পর্যন্ত দুইজনকে জরিমানা করা হয়েছে। দুজনই বাড়ির মালিক।

সড়ক ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ করার অপরাধে তাদের ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সিটি করপোরেশন কার্যালয়ে এক বৈঠকে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ২২ ডিসেম্বর থেকে উচ্ছেদ শুরুর কথা জানিয়েছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। দখলমুক্ত করার এই অভিযানে সবাইকে অংশ নেয়ারও আহ্বান জানিয়েছিলেন মেয়র আতিক।

তার ঘোষণার পর গত রবিবার থেকে অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে আজও অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।