logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৯ ১৩:৫৮
শিবগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্ধোধন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্ধোধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব রোডের নিমতলায় ভাই ভাই সুপার মার্কেটের ২য় তলায় এনআরবিসি ব্যাংক এর এক্সপ্রেস ব্যাংকিং শাখার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জ শাখার আয়োজনে ব্যাংক ভবনে শাখার ব্যবস্থাপক এসইও রেজাউল কাফির সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবু মোঃ সাইদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, যায়যায় দিন শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা সোহেল আক্তার মিঠু। এসময় প্রধান অতিথি বলেন, বেসরকারি ব্যাংকের মধ্যে এনআরবিসি ব্যাংক দেশের মধ্যে একটি সম্মানজনক প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে। এই ব্যাংকের ব্যবসায়ীদের লেনদেন করা যেমনি সহজ তেমনি ঋণ পাওয়া যায় অতি দ্রুত। এই ব্যাংকে সর্বনিম্ন ১০ লক্ষ টাকা থেকে কোটি কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশের যেকোনো বুথ থেকে এবং বিকাশ এজেন্ট থেকে টাকা উঠানো যায়। সুদের হার সহনীয় পর্যায়ে রেখে ফিক্সড ডিপোজিটকারীদের সর্বোচ্চ মুনাফা দেওয়া হয়ে থাকে। তাই এই ব্যাংকের সাথে সম্পৃক্ত হয়ে একজন গর্বিত গ্রাহক হওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং এসইভিপি হাফিজ ইমরোজ আহম্মেদ, রাজশাহী শাখার ম্যানেজার এফভিপি নুরুল হাবিব, বগুড়া শাখা ম্যানেজার এভিপি কাজী রেজাউল কায়েস, ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান, আব্দুল বাকী।