logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৯ ২১:০৫
কাহালুর দূর্গাপুর বাজারে প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও মাছুদুর রহমান
কাহালু (বগুড়া) প্রতিনিধি

কাহালুর দূর্গাপুর বাজারে প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও মাছুদুর রহমান

গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিমালা বাস্তবায়নের জন্য প্রতিটি ইউনিয়নের বাজারে বাজারে এবং গ্রামে গ্রামে গিয়ে কাহালু খাদ্য গুদামের বরাদ্দকৃত ২২ শত ০৭ মেঃটনঃ ধান সংগ্রহের জন্য  সরাসরি প্রান্তিক কৃষকদের সাথে প্রতিদিন মতবিনিময় করছেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। মঙ্গলবার বিকেলে কাহালুর দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারে প্রান্তিক কৃষকদের সাথে এক মতবিনিময়  সভা দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, কাহালু খাদ্য গুদাম কর্মকর্তা মাসুদ রানা, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, দূর্গাপুর ইউ পি সচিব হেলাল উদ্দিন, সদস্য জাহানারা বেগম, আফরোজা বেগম, সালমা বেগম, শাহজাহান আলী সরদার, আশেকুর রহমান, আজিজার রহমান, আজাহার আলী, ফরিদ উদ্দিন সহ এলাকার কৃষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।  এছাড়াও সোমবার কাহালু সদর ইউনিয়নের জয়তুল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, নারহট্র ইউনিয়নের বিবিরপুকুর বাজারে, পাইকড় ইউনিয়ন পরিষদে, রোববার জামগ্রাম ইউনিয়নের জামগ্রাম বাজারে প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত কৃষকদের ভাগ্য নির্ধারনী লটারিতে যে সকল কৃষক নির্বাচিত হয়েছেন, তাদের সুবিধা মত প্রয়োজনে তাদের বাড়ীতে গিয়ে কাহালু খাদ্যগুদাম কর্তৃপক্ষ ধান নিতে প্রস্তুত বলে কৃষকদের অবগত করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, নারহট্র ইউ পি চেয়ারম্যন রুহুল আমিন তালুকদার বেলাল, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান আলমগীর আলম (কামাল) সহ স্ব স্ব ইউ পির সদস্যবৃন্দ ও কৃষকবৃন্দ।