logo
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯ ১০:৫৭
কাহালু-নন্দীগ্রাম এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এম পি আলহাজ্ব মোশারফ হোসেন
কাহালু (বগুড়া) প্রতিনিধি

কাহালু-নন্দীগ্রাম এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এম পি আলহাজ্ব মোশারফ হোসেন

সাধারন  জীবন যাত্রার প্রতিচ্ছবি, একজন নির অহংকারী, সাদাসিধে জীবন যাপন কারী, সব সময়ই সবার সাথে হাসি মুখে কথা বলে দীর্ঘ ১৩ বৎসর কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। এম পি হওয়ার আগে ও পরে তিনি কখনো পায়ে হেঁটে, কখনো ভ্যানে চড়ে, কখনো মোটর সাইকেলে চড়ে আবারও কখনো নিজস্ব কার গাড়ীতে চড়ে বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে কুশল বিনিময় এবং এলাকায় ঘুরে ঘুরে অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং অনেক সমস্যা সমাধান করে দেন সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসোন। এম পি হওয়ার আগে তিনি ২০০৭ সাল হতে দীর্ঘ ১২ বছর কাহালু-নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মক্তব, কাবঘর, শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব তহবিল হতে নগদ অর্থ প্রদান এবং সমাজের অসহায় মানুষদের মাঝে নিজস্ব তহবিল হতে কম্বল কিনে বিতরণ করেছেন। তিনি বলেন, আমার বাকী জীবন আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এম পি যখন কোন সভা সমাবেশে যান তখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ডিও লেটার সহ অন্যান্য কাজ নিয়ে আসেন সঙ্গে সঙ্গে তিনি ডিও লেটার সহ অন্যান্য কাজ করে দেন এবং বলেন, আপনারা যে কোন সময় আমার কাছে আসবেন আপনাদের জন্য আমার বাসার দরজা ২৪ ঘন্টা খোলা। এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন প্রতিটি সভা, সমাবেশ ও ইসলামী জালসায় স্পষ্ট ভাষায় বলেন, কাহালু-নন্দীগ্রাম এলাকার আগের সংসদ সদস্যরা কে কি করেছেন সেটা আমার দেখার বিষয় নয়, আমি যেখানে যে অনুদান দিব তা থেকে কেউ যেন ১ টাকা কাউকে না দেন, কারণ আমি নিজে দূর্নীতি করিনা কাউকে দূর্নীতি করতে দিবে না। তিনি আরও বলেন, আমাদের কোন নেতাকর্মী যদি কোন অনুদান বা বরাদ্দ হতে কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেই সেটা আপনারা আমাকে জানাবেন, সেই নেতাকর্মী আমার সাথে থাকতে পারবে না। কাহালু ও নন্দীগ্রাম উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা চান।