logo
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪২
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১

নওগাঁর পত্নীতলা বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের মোট ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল, এক লিটার বাংলা মদ ও একটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে।

পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শীতলমাঠ বিওপি'র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৫/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর ধামুইরহাট উপজেলাধীন আগ্রাদ্বিগুন ইউনিয়নের কুমড়াইল নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সম হয়।

অপরদিকে এদিন, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ চকিলাম বিওপি'র টহল কমান্ডার হাবিঃ মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৭/১-এস হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামুইরহাট উপজেলাধীন ওমরপুর ইউনিয়নের বাসুদেবপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ লিটার বাংলা মদ এবং ১টি ১৫০ সিসি ঐঁহশ মোটরসাইকেলসহ (চেসিস নং-চঝওকঈঝ২৩২কঔঅ০০২৫৩, ইঞ্জিন নং-কঈও৩ঊঠঔএ১০০২৮২) ঘটনাস্থল হতে ধামইরহাট উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত-খোরশেদ আলমের পুত্র মোঃ আক্কাস আলী বাবুল (৩৩) কে আটক করা হয়। পরে ধৃত আসামীসহ মালামাল নিকটস্থ ধামুইরহাট থানায় মামলাসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদ হাসান বলেন, যার সর্বমোট সিজার মূল্য ১লাখ ৪৫ হাজার এক’শ টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী উদ্ধাকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।