logo
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯ ১৭:০৪
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস
অনলাইন ডেস্ক

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস

বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় এবারের শীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াস। আবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের এই দিনে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ে গত মঙ্গলবার সকাল থেকে সূর্যের মূখ দেখা যাওয়ার পর রোদের তেজ বাড়তে থাকে। কিন্তু বিকেল থেকে শুরু হয় উত্তুরে কনকনে হাওয়া। তবে মধ্যরাত পর্যন্ত কুয়াশা দেখা যায়নি।

তবে বুধবার ভোররাত থেকে শুরু হয় হালকা বৃষ্টির মত ভারী কুয়াশা। সেই সাথে উত্তরের কনেকনে শীতল হাওয়া বয়ে গিয়ে সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন মাপমাত্রা দাড়ায় ৬.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার দিকে সূর্যের মূখ দেখা গেলেও ঘন কুয়াশার কারণে তাপ অনুভূত হয়নি। তবে কুয়াশা সরে গিয়ে বেলা ১১টা থেকে সূর্যের তাপ অনুভূত হতে থাকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উর্দ্ধতন পর্যবেক্ষক জীতেন্ত্র নাথ রায় জানান, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর বিকেলে ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, তাপমাত্রা কমে গেলেও সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা কম অনুভূত হচ্ছে।

এদিকে তাপমাত্র কমে যাওয়ায় মানুষের পাশাপাশি প্রাণীকুলেও শীতের প্রভাব পড়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে তারা খড়কুটো জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের প্রকোপ আর ঠান্ডা বাতাসের কারণে কাজে যেতে পারছেন না শ্রমজীবিরা। এছাড়া হাসপাতালগুলোতে ক্রমেই শীতজনিত রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গরম পোশাকের দোকানগুলোতেও বেড়েছে ভিড়। প্রশাসনের পক্ষ থেকে দুস্থ শীতার্তদের দেয়া হচ্ছে শীতবস্ত্র।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান জানান, ইতোমধ্যে জেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া প্রায় ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। বেসরকারিভাবেও বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।