আত্মহত্যা করেছেন নরওয়ের রাজকুমারী মার্থা লুইসের সাবেক স্বামী আরি বেহন।
বুধবার আরি বেহন আত্মহত্যা করেছেন বলে স্থানীয় গণমাধ্যম এনটিবি এজেন্সিকে নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র ।
এনটিবির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায় , ৪৭ বছর বয়সী রাজকুমারীর সাবেক এই স্বামী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আরি বেহন নরওয়ের একজন প্রসিদ্ধ লেখকও। বেশ কয়েকটি উপন্যাস এবং নাটক রচনা করেছেন তিনি। তিনি তার প্রকাশিত শেষ বই ইনফার্নোতে মানসিক সমস্যার বিরুদ্ধে তার লড়াই সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।
বুধবার বেহনের মৃত্যুর খবরে তার বন্ধু বান্ধব এবং বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এবং রাজপরিবারের পক্ষ থেকেও শোক প্রকাশ করে বিবৃতি দেয়া হয়েছে।
নরওয়ের রাজা এবং রানীর পক্ষ থেকে জানানো হয়েছে, আরি বেহন আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার সঙ্গে আমাদের খুব ভালো স্মৃতি জড়িয়ে আছে। তার হঠাৎ চলে যাওয়াতে রাজ পরিবার শোকাহত।