logo
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯ ১১:১৯
আজ থেকে তাপমাত্রা আরও কমতে পারে
অনলাইন ডেস্ক

আজ থেকে তাপমাত্রা আরও কমতে পারে

শীতের তেজ বেড়েছে ঢাকাসহ সারা দেশে। কনকনে ঠাণ্ডায় হঠাৎ বৃষ্টি মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এর মধ্যে শনিবার শুরু হচ্ছে আরেক দফা শৈত্যপ্রবাহ। পাশাপাশি, দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এতে শীতের দাপট আরেক দফা বাড়তে পারে। দেশের বেশির ভাগ স্থানের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের উত্তরাঞ্চলে যে শৈত্যপ্রবাহ চলছে, আজ তা আরও নতুন নতুন এলাকায় বিস্তৃত হতে পারে। রাজধানীতেও শীতের দাপট বাড়তে পারে। সকাল থেকে দিনভর কুয়াশা থাকার সম্ভাবনাও আছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, দেশের বেশির ভাগ স্থানে আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে আজ থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।

দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।