logo
আপডেট : ২৯ মে, ২০১৯ ১৯:৪০
পঞ্চগড়ে গুমের শিকার ছেলেকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে গুমের শিকার ছেলেকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সাত বছর আগে ২৪ বছর বয়সে গুমের শিকার ছেলে ইমাম হাসান বাদলকে ঈদের আগে ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছে বাদলের পরিবার।আজ বুধবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।গুমের শিকার সন্তান বাদলের পিতা পঞ্চগড় জেলা শহরের রাজনগর মহল্লার ভ্যান চালক রুহুল আমিন বলেন, আমার ছেলে বাদল ঢাকার একটি শাটার ও জানালার গ্রীল তৈরীর কারখানায় কাজ করত এবং তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ায় বসবাস করত।

২০১২ সালের ৫ মার্চ ফার্মগেট এলাকার আনোয়ারা পার্ক থেকে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে (র‌্যাব-২) তাকে অপহরণ করা হয়। সেই থেকে আমি জাতীয় মানবাধিকার কমিশন, র‌্যাবের সদর দপ্তর, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে বারবার গিয়েছি। কিন্তু আজ পর্যন্ত ছেলের কোন সন্ধান পাইনি। সে জীবিত আছে কি না তাও আমরা জানিনা। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। শারীরিক নানা জটিলতা নিয়ে কোনমতে ভ্যান চালিয়ে পাওয়া সামান্য অর্থ দিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি।
বাদলের মা মিনারা বেগম বলেন, গত সাতবছর ধরে প্রতিদিন ছেলের অপেক্ষায় থাকি। কিন্তু ছেলে আমার আসেনা। তাকে পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছি। সন্তান হারানোর শোক যে কি তা মা ছাড়া কেউ বুঝতে পারে না। তারা দুজনেই আগামী ঈদের আগেই ছেলেকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে মিনতি  করেন।
সংবাদ সম্মেলনে পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।