logo
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১২:২২
ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১
অনলাইন ডেস্ক

ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে হৃদয় নামে মধুর ক্যান্টিনে কর্মরত এক কর্মচারী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ও রবিবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্যাম্পাসে বারবার ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রক্টরিয়াল টিমের ভূমিকা সম্পর্কেও প্রশ্ন তুলছেন।

জানা যায়, সকাল সাড়ে ১০টা ৪৩ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংলগ্ন মধুর ক্যান্টিনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে কলা ভবনের ছাদ থেকেই ককটেল নিক্ষেপ করা হতে পারে। তবে কে বা কারা এটি করেছে এখন পর্যন্ত সেটি জানা যায়নি।

এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের প্রক্টর অধ‌্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। এর আগে গত বৃহস্পতিবার এবং রবিবার একই স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।