logo
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪৬
পার্বতীপুরে নেশার ইনজেকশনসহ এক মাদক চোরাচালানী গ্রেফতার
পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি

পার্বতীপুরে নেশার ইনজেকশনসহ এক মাদক চোরাচালানী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ নেশার ইনজেকশনসহ এক মাদক চোরাচালানীকে  গ্রেফতার করেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ২নং প্লাট ফর্মের দক্ষিন মাথা থেকে ১২৫ পিচ নেশার ইনজেকশনসহ রোস্তম আলী (২৮) নামক এই মাদক চোরাচালানীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, মাদক ও চোরাচালানী বিরোধ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ২নং প্লাট ফর্মের দক্ষিন মাথা থেকে সীমান্তের চোরাপথ দিয়ে নিয়ে আসা ১২৫ পিচ নেশার ইনজেকশনসহ রোস্তম আলী (২৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে পার্বতীপুর উপজেলা শহরের নতুন বাজার এলাকার গুলশান নগর মহল্লার মৃত আব্দুর জব্বার এর পুত্র। তার বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় মাদক ও চোরাচালানীর ৭টি মামলা রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত রোস্তম আলী নেশার ইনজেকশনগুলো বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত দিয়ে নিয়ে এসেছে। এগুলোর মূল্য ৩৭ হাজার ৫ শত টাকা। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।