logo
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৫:২২
পঞ্চগড়ে প্রসপেক্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে প্রসপেক্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশীপ ফর ইমপাওয়ারম্যান্ট অবফ মারজিনালাইজড কমিউনিটিস ইন সিক্স ডিস্ট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের আওতায় পঞ্চগড়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা বিএমজেড’র আর্থিক সহায়তায় এবং নেট্জ-বাংলাদেশ’র সহযোগিতায় ওই কর্মশালার আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আওলাদ হোসেন ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম।

বক্তব্য দেন এমকেপি’র প্রসপেক্ট প্রকল্পের কো-অর্ডিনেটর রাশেদুল আলম, এ্যাডভোকেসী অফিসার লিলিমা মন্ডল প্রমূখ। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, শিক্ষক, এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এই প্রকল্পের আওতায় পঞ্চগড় সদর উপজেলার ৬টি ও আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং এগিয়ে নিতে মানবাধিকার রক্ষা কর্মী এবং স্থানীয় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণের কাজ করা হচ্ছে।