logo
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩০
ইয়েমেনে কুচকাওয়াজে মিসাইল হামলায় নিহত ৭
অনলাইন ডেস্ক

ইয়েমেনে কুচকাওয়াজে মিসাইল হামলায় নিহত ৭

দক্ষিণ ইয়েমেনের আল-দালা শহরে সরকারি বাহিনীর সামরিক এক কুচকাওয়াজে মিসাইল হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। ওই হামলায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

রোববার ইয়েমেনের সরকারের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওই হামলার খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে কোনও গোষ্ঠী এখনও ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। তবে ওই হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করে ইয়েমেন সরকার।

ইয়েমেন সরকারের নিরাপত্তা সূত্র জানিয়েছে, সরকার সমর্থিত সিকিউরিটি বেল্ট ফোর্সের কুচকাওয়াজ শেষ হওয়ার পরপরই ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, কুচকাওয়াজ পরিদর্শনে অতিথিদের জন্য তৈরি করা মঞ্চের কাছে এ ক্ষেপণাস্ত্র আঘাত করে।

এর আগে গত আগস্টে ইয়েমেনের বন্দর নগরী এডেনে এক সামরিক কুচকাওয়াজে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৩৬ জন নিহত হয়।

উল্লেখ্য, ২০১১ সালে আরব বসন্তের প্রভাবে ইয়েমেনে বিক্ষোভ ছড়িয়ে পড়লে তৎকালীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সরকারের পতন হয়। এরপর রাজনৈতিক অস্থিরতার এক পর্যায়ে ২০১৪ সালে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজধানী সানা দখল করে নেয় হুথি বিদ্রোহীরা।