logo
আপডেট : ৩০ মে, ২০১৯ ১৫:০৯
জয়পুরহাটে ধানের ন্যায্য দামের দাবীতে মানববন্ধন
রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি

জয়পুরহাটে ধানের ন্যায্য দামের দাবীতে মানববন্ধন

চলতি ইরি-বোরো মৌসূমে ধান কাটা-মাড়াই শুরু হলেও হাসি নেই কৃষকদেও মুখে। স্মরনকালের মহা দরপতনের শিকার বোরো চাষীরা বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের জিরো ধানের ন্যায্য দামের দাবীতে প্রায় এক  ঘন্টা  ব্যাপী মানব বন্ধনে অংশ নেন।

বর্তমান বোরো মৌসূমে ধানের বাজার দর চলছে মোটা ধান মন প্রতি ৪৫০/ ৪৬০ টাকা ও চিকন ধান মন প্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা। এ অবস্থায় কৃষকরা বিঘা প্রতি সর্বোচ্চ উৎপাদিত ১৮-২০ মন ধানে লোকসান গুনবেন ৪/৫ হাজার টাকা।  

এ অবস্থায় বিপাকে পড়া কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পাওয়ার  প্রতিবাদসহ মানব বন্ধন কর্মসূচি পালন করেন।

মানব বন্ধন চলাকালে বক্তৃতা করেন- জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক এম এ রশিদ, জেলা জাসদেও আহবায়ক ওয়াজেদ পারভেজ, জেলা মার্কসবাদী বাসদ নেতা ওবায়দুল মুছাসহ স্থানীয় কৃষকরা। 

বক্তারা অবিলম্বে মোটা ধানের দাম মন  ৮০০ টাকা ও চিকন ধানের দাম ৯০০ টাকার দাবী জানান।এ কর্মসূচির আয়োজন করেন কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ নামের একটি রাজনৈতিক সংগঠন।