logo
আপডেট : ৩০ মে, ২০১৯ ২০:০০
টিএমএসএস এর উদ্যোগে লিল্লাহ তহবিলে দান গ্রহণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

টিএমএসএস এর উদ্যোগে লিল্লাহ তহবিলে দান গ্রহণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

টিএমএসএস এর উদ্যোগে আজ মম ইন বগুড়ায় দরিদ্রদের সাহায্যার্থে লিল্লাহ তহবিলে দান গ্রহণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।অতি দরিদ্র সদস্যদের মেধাবী সন্তানদের প্রতি বৎসর পিকেএসএফ এর সহযোগিতায় টিএমএসএস শিক্ষা বৃত্তি প্রদান করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-সচিব, উপ-পরিচালক, স্থানীয় সরকার বগুড়া- সুফিয়া নাজিম, সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর বগুড়া তাপস কুমার পাল, বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স নিবাসী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ব্যবসায়ী শিল্পপতি শেখ মোহাম্মদ আলী, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস’র আজীবন সদস্য আনোয়ারুল ইসলাম বাচ্চু, টিএমএসএস উপ-পরিচালক আব্দুল কাদের, ডা. মতিউর রহমান প্রমুখ। লিল্লাহ তহবিলের দান গ্রহণ করেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স এর সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান পীর ছাহেব। টিএমএসএস’র লিল্লাহ তহবিল থেকে গরীব, দুঃস্থদের চিকিৎসায় সহায়তা প্রদান,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও ইয়াতিমদের কল্যাণে ব্যয় করা হয়।