logo
আপডেট : ৩০ মে, ২০১৯ ২০:১৩
কাহালুতে জমিজমা বিরোধে মহিলাকে মারপিট,থানায় লিখিত অভিযোগ
কাহালু (বগুড়া) প্রতিনিধি

কাহালুতে জমিজমা বিরোধে মহিলাকে মারপিট,থানায় লিখিত অভিযোগ

বগুড়ার কাহালুতে জমিজমা বিরোধে রওশনারা বিবি (৫০) নামক এক মহিলাকে মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আখরাইল গ্রামের তবিবর রহমান আকন্দের সাথে একই গ্রামের মফিজ উদ্দিনের পুত্র ইছাহাক আলী গং এর সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদী ইছাহাক আলী ও তার লোকজন প্রতিনিয়ত তবিবর রহমানের পরিবারকে জায়গা দখল সহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। তবিবর রহমান বাদী হয়ে গত ৩০/০৪/১৯ইং তারিখে আদালতে একটি মামলা করেন। বিজ্ঞ আদালত গত ০৮/০৫/১৯ইং তারিখে উক্ত জায়গার উপরে নিষেধাজ্ঞা জারি করেন। গত ২৮/০৫/১৯ইং তারিখে সকালে আদালতে আদেশ অমান্য করে বিবাদী আতাউর রহমান, ফুল চান ফকির, ইছাহাক আলী ও তার লোকজন দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে উক্ত জায়গার উপর জোর করে ঘিরতে আসে।

এ সময় তবিবর রহমান ও তার স্ত্রী রওশনারা বিবি, ছেলে হারুন-অর-রশিদ, মেয়ে তহমিনা বাধা দিতে চাইলে তাদেরকে এলোপাথারী ভাবে মারপিট করে। এ সময় লাঠির আঘাতে রওশনারা বিবি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাহাকে আহত অবস্থায় উদ্ধার করে কাহালু হাসপাতালে ভর্তি করে দেন। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত রওশনারা বিবি ছেলে হারুন-অর-রশিদ বাদী হয়ে আতাউর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে কাহালু থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে কাহালু থানার এ এস আই জাহাঙ্গীর আলম এর সাথে কথা বলা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।