logo
আপডেট : ৮ জানুয়ারী, ২০২০ ১৪:২৯
ইরানে বিমান দুর্ঘটনা: ১৮০ জনের কেউই বেঁচে নেই
অনলাইন ডেস্ক

ইরানে বিমান দুর্ঘটনা: ১৮০ জনের কেউই বেঁচে নেই

ইরানে ১৮০ জন যাত্রীসহ ইউক্রেনের যে বিমানটি ভেঙে পড়েছে তার কোনো যাত্রী বেঁচে নেই। বুধবার ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইরানের ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস এর প্রধান পীরহোসেইন কৌলিভান্দ। 

ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, ১৮০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ইউক্রেনের এই বিমান। তেহরানের কাছেই ভেঙে পড়ে বিমানটি। জানা যায়, তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে ওড়ে বোয়িং-৭৩৭ বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। 

বিমানবন্দরের পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিমানটি ইউক্রেনের কিয়েভের দিকে যাচ্ছিল। 

ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র রেজা জাফরজাদে জানান, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের দুর্ঘটনা কবলিত বিমানটিতে উদ্ধার তৎপরতা চালানোর জন্যে কর্মীবাহিনী পাঠানো হয়েছে। বিমানে ১৭০ জন যাত্রী ছিল বলে জানান তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে বিমানে যাত্রী-ক্রুসহ ১৮০ জন ছিলেন বলে জানানো হয়েছে।  

পীরহোসেইন কৌলিভান্দ আরো জানান, বিমানে আগুন জ্বলছে। উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন। 

সূত্র: রয়টার্স, আল-জাজিরা