logo
আপডেট : ৩০ মে, ২০১৯ ২০:২৪
অসম্প্রদায়িক বাংলাদেশে মানবতায় পরম ধর্ম : বগুড়া পুলিশ সুপার
সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার

অসম্প্রদায়িক বাংলাদেশে মানবতায় পরম ধর্ম : বগুড়া পুলিশ সুপার

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে মানবতায় পরম ধর্ম। ধর্ম, বর্ণ, নির্বিশেষে এই সোনার বাংলায় সকলে ঐক্যবদ্ধভাবে বাস করে যা পৃথিবীতে অনেক দেশের কাছেই অনুকরনীয়।

বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজের উদ্যোগে এবং বগুড়া ইয়ূথ ফোরামের আয়োজনে প্রতি বছরের ন্যায় শহরের চেলোপাড়ায় দূর্জয় কাব প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সেই সাথে প্রধান অতিথি তার বক্তব্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করে সকলকে মানবিকতাকে জাগ্রত করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার আহবান জানান। বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়ের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদনী বাজারের সম্পাদক মন্ডলীর সভাপতি সাগর কুমার রায়, নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, সদর ট্রাফিকের ইন্সপেক্টর যথাক্রমে রেজাউল করিম খাঁন ও সালেকুজ্জামান খাঁন, পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী শেখর রায়, রাজু আহম্মেদ, ছাত্রনেতা সজল শেখ, সবুজ বিশ্বাস ও মোহাম্মদ আলী শান্ত প্রমুখ। অনুষ্ঠানে এবছর প্রায় ১৫০ পরিবারের জন্য ঈদ সামগ্রী হিসেবে প্যাকেট লাচ্ছা, সেমাই, হাফ লিটার তেল, চিনি ও দুধ বিতরণ করা হয়।