logo
আপডেট : ৮ জানুয়ারী, ২০২০ ১৬:৫২
সেরা অর্থমন্ত্রী হওয়ায় মুস্তফা কামালকে মন্ত্রিসভার অভিনন্দন
অনলাইন ডেস্ক

 সেরা অর্থমন্ত্রী হওয়ায় মুস্তফা কামালকে মন্ত্রিসভার অভিনন্দন

যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা ‘দ্য ব্যাংকার’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত করায় অভিন্দন জানিয়েছে মন্ত্রিসভা। আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ অভিনন্দন জানানো হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রিসভায় নির্ধারিত এজেন্ডার বাইরে কোনো আলোচনা হয়ে কি-না জানতে চাইলে কাদের বলেন, ‘অর্থমন্ত্রী যে অ্যাওয়ার্ড পেয়েছেন, এ জন্য তাকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া ১০ জনের মতো সচিবের বিদায় এবং ১০ জনের আগমন ঘটেছে। যারা গেছেন তাদের অভিনন্দন এবং যারা নতুন এসেছেন তাদের বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য রেখেছেন।’

এর আগে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা ‘দ্য ব্যাংকার’। ‘দ্য ব্যাংকার’ পত্রিকাটি ১৯২৬ সাল হতে প্রকাশিত হচ্ছে, যা পৃথিবীর ব্যাংকিং সেক্টরের ইন্টেলিজেন্স হিসেবে খ্যাত। তারা ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার’ পুরস্কারটি গত ২০০৪ সালে প্রচলন করে।

সারা বিশ্বের অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ বিবেচনা করে সার্বিক বিবেচনায় এ পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ, এই ৫টি অঞ্চল হতে ৫জন অর্থমন্ত্রীকে এবং তাদের মধ্য থেকে ১জনকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী প্রথমবারের মতো এই পুরস্কারে ভূষিত হয়েছেন। গত বছর এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী, তার আগের বছর ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং ২০১৭ সালে আর্জেন্টিনার অর্থমন্ত্রী ‘ফাইন্যান্স মিটিস্টার অব দ্য ইয়ার’ হয়েছিলেন।