logo
আপডেট : ৯ জানুয়ারী, ২০২০ ১২:১৩
সিরিয়ায় গাড়িবোমা হামলায় চার তুর্কি সেনা নিহত
অনলাইন ডেস্ক

সিরিয়ায় গাড়িবোমা হামলায় চার তুর্কি সেনা নিহত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গাড়িবোমা হামলায় চার তুর্কি সেনা নিহত হয়েছেন।

বুধবার রাস্তার পাশে তল্লাশির কাজে নিযুক্ত সেনাদের ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ ঘটনার বিস্তারিত জানানো হয়নি।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত অক্টোবরে এ অঞ্চলে সিরীয় বিদ্রোহীদের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছিল তুর্কি বাহিনী। তাদের প্রধান টার্গেট হচ্ছে সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি মিলিশিয়ারা। বরাবরই তাদের সন্ত্রাসী গোষ্ঠী বলে দাবি করে আসছে আঙ্কারা।