logo
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০ ১৫:৫৪
৩০ জানুয়ারি ভোটে বাধা নেই, রিট খারিজ
অনলাইন ডেস্ক

৩০ জানুয়ারি ভোটে বাধা নেই, রিট খারিজ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ৩০ জানুয়ারিই ভোট হবে। ভোটের তারিখ পরিবর্তনের জন্য এক রিট আবেদন খারিজ করে দিয়ে এদিন ভোটে বাধা নেই বলে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেন।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ঢাকা সিটিতে ভোটের দিন রাখা হয়েছে। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা রয়েছে। এ কারণে ভোটের তারিখ পরিবর্তনের জন্য আদালতে রিট আবেদন করেছিলেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আপিল করবেন বলে জানিয়েছেন হাইকোর্টের এই আইনজীবী। এর আগে সোমবার ইসি সচিব মো. আলমগীর জানিয়েছিলেন, ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে উচ্চ আদালতের যে নির্দেশনা আসবে ইসি তা মানবে।