logo
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০ ১৩:৫৫
পিতৃত্বকালীন ছুটিতে জাপানি মন্ত্রী
অনলাইন ডেস্ক

পিতৃত্বকালীন ছুটিতে জাপানি মন্ত্রী

পিতৃত্বকালীন ছুটি নেয়ার ঘোষণা দিয়েছেন জাপানের পরিবেশ বিষয়ক মন্ত্রী শিনজিরো কইজুমি। আইনপ্রণেতাদের মধ্যে পিতৃত্বকালীন ছুটি নেয়া জাপানে খুব একটা প্রচলিত নয়।

বুধবার কইজুমি বলছেন, দু'সপ্তাহের ছুটিতে যেতে চাচ্ছেন তিনি। তার এ সিদ্ধান্ত জাপানের কাজের সংস্কৃতি পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে কইজুমি আশা প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

চলতি মাসের শেষদিকেই কইজুমির সন্তান জন্ম নিতে পারে। জাপানের পুরুষ এবং নারী প্রত্যেকেই সন্তানের জন্ম উপলক্ষে কাজ থেকে ছুটি নিতে পারেন। কিন্তু কাজের চাপের কারণে ২০১৮ সালে মাত্র ৬ শতাংশ বাবা এ ছুটি নিয়েছেন, মায়েদের ক্ষেত্রে এ হার ৮২ শতাংশ।

জাপানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরোর ছেলে কইজুমি বলেছেন, সন্তান জন্মদানের পর মায়েদের যে সময়টা সবচেয়ে কঠিন যায়, সেই সময়টাতে দু'সপ্তাহের ছুটি নেবেন তিনি। তবে তিনি তার দাফতরিক কাজকেও গুরুত্ব দেবেন। আরও বেশি ইমেইল ব্যবহার করে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ চালিয়ে যাবেন। তবে সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ কাজেতে তিনি সশরীরে উপস্থিত থাকবেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান ক্ষমতায় থাকা অবস্থায় ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ডেনমার্ক ও সুইডেনে আইন প্রণেতাদের মধ্যে পিতৃত্বকালীন ছুটির বিষয়টি প্রচলিত।