নওগাঁর সাপাহারে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধায়নে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সাপাহার উপজেলার আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুথিগত বিদ্যা পরিহার করে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,মাধ্যমিক শিক্ষা আফিসার দুলাল আলম,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম,একটি বাড়ি একটি খামারের সমন্বয়ক জ্যোতিকা ইসলাম, সুজন সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমূখ। শেষে প্রধান অতিথি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি’র স্টলগুলি পরিদর্শন করেন।