logo
আপডেট : ১ জুন, ২০১৯ ১৪:৫৪
দুপচাঁচিয়ায় থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়ায় থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়া থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে থানা চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইফতারপূর্ব এক আলোচনা সভা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই আব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার পশ্চিম (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোকবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুল জলিল পিপিএম, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার) আলমগীর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুর ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল প্রমুখ।

এসময় উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মুসলিম উম্মার এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।