আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০ ১৪:০২
এমপি মান্নানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের তিনদিনের শোক
অনলাইন ডেস্ক
বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবীদ আব্দুল মান্নানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনদিনের শোক প্রকাশ করা হয়েছে। এই তিনদিন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনর্মিত, কালো পতাকা উত্তোলনসহ কালো ব্যাজ ধারন করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
কোরআন তেলাওয়াত ও ধর্মীয় উপাসনালয়গুলোতে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থণা করা হবে। বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু নিশ্চিত করেছেন।