logo
আপডেট : ১ জুন, ২০১৯ ১৫:২০
কাহালুতে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে লাচ্ছা সেমাই ও চিনি বিতরণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি

কাহালুতে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে লাচ্ছা সেমাই ও চিনি বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শনিবার বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা শাখার সদস্যদের মাঝে লাচ্ছা সেমাই ও চিনি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা শাখার সভাপতি শাহাদত আলী মন্টু, সহ-সভাপতি বাদশা আকন্দ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মন্ডল, সহ-সাধারণ সম্পাদক শাহিন সরদার, সাংগঠনিক সম্পাদক হানজালা, দপ্তর সম্পাদক শাহিন কবিরাজ, প্রচার সম্পাদক আরমান হোসেন, ক্রীড়া সম্পাদক রেজাউল হক খান সহ মোটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা শাখার প্রায় ৫ শত সদস্যদের মাঝে লাচ্ছা সেমাই ও চিনি বিতরণ করা হয়।