ব্যাটসম্যানদের দৃঢ়তায় ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও স্বস্তির জয় তুলে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। এই ম্যাচে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুশি টাইগার অধিনায়ক। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোস্তাফিজ-মিরাজ-সাকিবের দারুণ বোলিংয়ের প্রশংসা করলেন তিনি।
মাশরাফি বলেন, ‘আমরা সত্যিই ভালো বল করেছি। শুরুটা ভালো হয়নি, তবে ব্রেকথ্রু পেয়েছি। মাঝের ওভারগুলোতে মোস্তাফিজুর ভালো বল করেছে, সাকিব ও মিরাজও দারুণ ছিল। ফাইনালে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন কিছুটা নিশ্চিন্ত হলো, তবে এখনও দুটি ম্যাচ বাকি, আমরা নিজেদের সেরাটাই দেব, দেখা যাক ফাইনালটা কেমন যায়।’
টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে ক্যারিবীয়রা। তারা ভেবেছিল, একটা বড়সড় স্কোর গড়ে ফেলবে। কিন্তু সেটা আর হলো কই? কারণ মাশরাফি-মোস্তাফিজদের দাপটে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২৪৭ রানে থামতে হয় ক্যারিবীয়দের। জবাবে সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনদের ব্যাটে ৫ উইকেটের জয় পায় টাইগার বাহিনী।