সেমাই, চিনি, লাচ্ছা, ঈদের নতুন পোশাক আর নানা উপহার পেল শতাধিক প্রতিবন্ধী শিশু- কিশোর। উপহার পেয়েই খুশিতে মেতে ওঠে তারা। বগুড়ার গাবতলী উপজেলার সুবাদ বাজারে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) পরিচালিত মুনলাইট অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের আজ শনিবার এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে পবিত্র রমজান আর ঈদের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মুনলাইট এর সভাপতি জান্নাতুল বাকিয়া মুনমুন, টিএমএসএস ’র গণসংযোগ কর্মকর্তা রায়হান আহমেদ রানা, এমডিএস’র সহ-সম্পাদক মোরশেদা বেগম আইভি, কোষাধ্যক্ষ জিনিয়া নাজনিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তুষার, প্রতিবন্ধী বিষয়ক রিপোর্সপার্সন জুয়েল আলম খন্দকার, শিক্ষক তানিয়া খাতুন, গোলাপী খাতুন,আলেয়া খাতুন, জনি ইসলাম, নারজু আক্তার, রাবেয়া খাতুন, এ এইচ নুরুন্নবী, রনি মিয়া প্রমুখ।
আলোচকরা বলেন, প্রতিবন্ধীদের দেশের উন্নযনের মূলস্রোতে নিয়ে আসতে হবে। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে।