বিপুল ভোটে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। তাই বলে সংখ্যালঘুদের দুশ্চিন্তার কোনও কারণ নেই, মত অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির।হায়দরাবাদ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এই নিয়ে পর পর চার বার। রমজানের শেষ শুক্রবার পুরনো হায়দরাবাদে মক্কা মসজিদে ভাষণ দিচ্ছিলেন ওয়াইসি। সেখানেই ওয়েইসি বলেন, ‘মোদী যদি মন্দির দর্শনে যান, আমরা মসজিদে যেতে পারি। মোদী গুহায় গিয়ে ধ্যান করতে পারলে, মসজিদে প্রার্থনা করতে পারি আমরা। ৩০০ আসন জেতা তেমন আহামরি কিছু নয়। কারণ ভারতের একটা সংবিধান রয়েছে। তাই বিজেপির ৩০০ আসন আমাদের অধিকার কেড়ে নিতে পারবে না।’ আনন্দবাজার
মুসলিমরাও ভারতের নাগরিক, তাই তাদের সঙ্গে ভাড়াটের মতো ব্যবহার করা চলবে না বলে হুঁশিয়ারি দেন ওয়াইসি। তিনি বলেন, মুসলিমরা কোনও ভাড়াটে নয়, বরং এ দেশের সমান অংশীদার। তাই ৩০০ আসন জিতে কেউ নিজের খেয়াল খুশি মতো চলবে, তা কখনও হতে পারে না।