চীনে করোনাভাইরাসে আক্রান্ত দেশটির উহান শহরে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫০। ভাইরাসটি আরো সাতটি দেশে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে উদ্বেগ ও শঙ্কার তৈরি করেছে।
চীন জানায়, পরীক্ষা-নিরীক্ষা করে ৪৮৩ জন ভাইরাসটিতে আক্রান্ত বলে নিশ্চিত হয় তারা। তবে চীন এও জানিয়েছে, আরো ২ হাজার ১৯৭ রোগী আছে যারা আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯ জন এবং ৪৪০ জন আক্রান্ত বলে জানা যায়। এক দিনেই সরকারি হিসাবে আরো ৮ জনের মৃত্যু ও ১০০ জন এতে আক্রান্ত হলো।
চীনের এই ভাইরাস নিয়ে জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।মানুষ থেকে মানুষে সংক্রমিত এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ভ্যান কেরখোভে জানিয়েছেন, চীন থেকে নতুন যে ভাইরাস ছড়িয়ে পড়েছে তার সংক্রমণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিশ্বের সমস্ত হাসপাতালকে নির্দেশনা দিয়েছে তারা। এছাড়া ভাইরাসটির সংক্রমণ এড়াতে বিশ্বের অনেক দেশ বিমানবন্দরে চীনা নাগরিকদের পরীক্ষা-নিরীক্ষা করছে।