logo
আপডেট : ২ জুন, ২০১৯ ১৩:০৬
সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক

সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ

ঈদযাত্রার ভিড়ের মধ্যে ঝড়ো হাওয়ার কারণে ঢাকা সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস শুরু হওয়ায় রোববার সকাল সাড়ে ১০টা থেকে কোনো লঞ্চকে ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর ঢাকা নৌ বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এই সংকেতে এমনিতে ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের লঞ্চ চলাচল করতে পারে। কিন্তু ঝড়ো হাওয়ার কারণে বাড়তি সতর্কতা হিসেবে সব ধরনের লঞ্চ চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আবার চলাচল শুরু হবে।

ঈদযাত্রার দ্বিতীয় দিন শনিবার সারা দিনে ১০৩টি লঞ্চ ঢাকা সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর রোববার সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত ছেড়ে গেছে ২৩টি লঞ্চ।

দিনেশ কুমার সাহা জানান, সাড়ে ১০টার পর দুটো লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেগুলো আর যায়নি।

স্বজনদের সঙ্গে ঈদ করতে সদরঘাটে লঞ্চ ধরতে আসা যাত্রীদের থাকতে হচ্ছে অপেক্ষায়।