logo
আপডেট : ২ জুন, ২০১৯ ১৪:০৫
শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গতকাল শনিবার এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দিন।

উপজেলা প্রেসক্লাব সভাপতি সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে এবং সাহিত্য সম্পাদক মাওলানা মোস্তাকিম হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদত হোসেন, শাজাহানপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ডা. শাহীন আলম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম, মেজবাউল আলম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কালের কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, চ্যানেল-এস প্রতিনিধি নজরুল ইসলাম মিলন, আনোয়ার হোসেন, এম শাহীন আলম, রমজান আলী রঞ্জু, মীর মোশারফ হোসেন প্রমুখ।