আগামী রবিবার রিয়াল বেটিসের বিপক্ষে এই মৌসুমের লিগের শেষ ম্যাচটি হতে যাচ্ছে কোস্টারিকান রিয়াল মাদ্রিদের গোলকিপার কেইলর নাভাসের। এই ম্যাচ দিয়ে শেষ হচ্ছে নাভাসের রিয়াল অধ্যায়ের।
৩২ বছর বয়সী নাভাসের সঙ্গে রিয়াল চুক্তি না বাড়ালে হয়তো অন্য কোনো পথে হাঁটবেন এই কোস্টারিকান প্রমাণিত সৈনিক।
রিয়াল মাদ্রিদে ইকার ক্যাসিয়াস যুগ শেষ হওয়ার পর থেকেই নাভাস ছিলেন ক্লাবের এক নম্বর গোলরক্ষক। যিনি তিনটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রিয়ালের জার্সিতে। দীর্ঘ পাঁচটা মৌসুম সামলেছেন ক্লাবের গোলবার।
স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, পরের মৌসুমে কোচ জিনেদিন জিদানের পরিকল্পনায় নেই নাভাস। কোচও নাকি তেমনটাই আভাস দিয়েছেন। ২০১৯-২০ মৌসুমে রিয়ালের গোলবার সামলাবেন বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কোরতোইস।
২০০৮-০৯ মৌসুমে ক্যারিয়ারের শুরুতে নাভাস কোস্টারিকান লিগের দল দেপোরতিভো সাপ্রিসার হয়ে খেলেছেন। এক মৌসুম পর বেশ নাম ডাক ছড়িয়ে পড়লে উত্তর আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কনকাকাফ কাপের ক্লাবটি আস্থা রাখে নাভাসের উপর। ক্লাবকে কাপ জেতাতে নাভাস রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ঠিক তখন এক এজেন্সি মারফত স্প্যানিশ ক্লাব আলবাসেতে ডেকে নেয় নাভাসকে। ২০১০-১১ এই এক মৌসুমই খেলেছেন সেখানে। দ্বিতীয় বিভাগের এই দলের হয়ে খেলা শুরু করলেও নাভাসের দলটি মৌসুম শেষ করে ২০তম স্থানে থেকে।
কিন্তু নিজের পারফর্মের বদৌলতে নাভাস সুযোগ পেয়ে যান মূল লিগের ক্লাব লেভান্তেতে। তিন মৌসুম সেখানে কাটিয়ে ২০১৪-১৫ মৌসুমে নাম লেখান রিয়াল মাদ্রিদে। প্রথম মৌসুমে রিয়ালের জার্সিতে গোলবারের নিচে ছিলেন মাত্র ১১টি ম্যাচে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা তিন মৌসুম ছিলেন রিয়ালের এক নম্বর গোলরক্ষক, খেলেছেন যথাক্রমে ৪৫, ৪১ আর ৪৪ ম্যাচ। চলতি মৌসুমে কোরতোইস রিয়ালে যোগ দিলে নাভাস খেলার সুযোগ পেয়েছেন ২০ ম্যাচ।