logo
আপডেট : ২ জুন, ২০১৯ ১৫:৫৩
‘গোল্ডেন পেন অব ফ্রিডম’ সম্মাননা পেলেন খাশোগি
অনলাইন ডেস্ক

‘গোল্ডেন পেন অব ফ্রিডম’ সম্মাননা পেলেন খাশোগি

সাংবাদিক জামাল খাশোগিকে মরণোত্তর সম্মাননা দিয়েছে সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপারস অ্যান্ড নিউজ পাবলিশার্স (ডব্লিউএএন-আইএফআরএ)।

স্কটল্যান্ডের গ্লাসগোতে ৭১তম ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেস, ২৬তম ওয়ার্ল্ড এডিটর্স ফোরাম ও তৃতীয় উইমেন ইন নিউজ সামিট চলাকালে ১ জুন ডব্লিউএএন-আইএফআরএর পক্ষ থেকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য বার্ষিক এ পুরস্কার দেওয়া হয়।

খাশোগির পরিবারের পক্ষ থেকে সৌদি সাংবাদিক ও চলচ্চিত্রকার শাফা আল আহমেদ ‘দ্য গোল্ডেন পেন অব ফ্রিডম’ শিরোনামে এ সম্মাননা ওয়ার্ল্ড এডিটরস ফোরামের প্রেসিডেন্ট ডেভ ক্যালাওয়ের কাছ থেকে গ্রহণ করেন।

সূত্র: সানডে টাইমস