আপডেট : ২ জুন, ২০১৯ ২০:৩৮
মেসার্স আদর এন্টারপ্রাইজ হতে ৭ শত গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
ষ্টাফ রিপোর্টার
মেসার্স আদর এন্টারপ্রাইজের নিজস্ব তহবিল হতে গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।রবিবার সকালে নিশিন্দারা কারবালা পাড়া পশ্চিম বগুড়া সিএনজি বেবিট্যাক্সী মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে ৭ শত জন গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন আদর এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো: এরশাদ শেখ। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বগুড়া সিএনজি বেবিট্যাক্সী মালিক সমিতির সাংগাঠনিক সম্পাদক সাজেদুল আলম রিপন, অফিস সহকারী জুয়েলশেখ সহ আদর এন্টারপ্রাইজের পরিবারের সকল সদেস্য বৃন্দ।