logo
আপডেট : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৭
করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মোট ৩৬১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন বলে জানা গেছে।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি অসুস্থের সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত চীনে ১৭ হাজার ২০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বেড়েছে ২ হাজার ৮২৯ জন।

চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির বয়স ৪৪। সম্প্রতি তিনি উহান থেকে ফিরেছেন। তিনি ২৫ জানুয়ারি থেকে ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।