শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩৯ জন।
সোমবার দেশটির কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা তৃতীয় তলা থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
কেনিয়ার রেডক্রসের মুখপাত্র পেটার আবয়াও বলেন, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে তারা পদদলিত হয়। একটি তৃতীয় তলার ভবনে তাদের শ্রেণিকক্ষ রয়েছে।
কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা বলেন, আমরা ১৪ শিক্ষার্থীকে হারিয়েছি। একটা জীবন হারানো মানে জাতির অনেক বড় ক্ষতি।