আপডেট : ৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৩
আকাশে সন্তান প্রসব, বিমানের জরুরি অবতরণ
অনলাইন ডেস্ক
দোহা থেকে ব্যাংককগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের এক নারী যাত্রী মধ্যরাতে আকাশে সন্তান প্রসব করেছেন। এর জেরে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
সোমবার কাতার এয়ারওয়েজের কিউআর-৮৩০ বিমানে সন্তান প্রসব করেন ২৩ বছরের ওই থাই নারী। এরপর বিমানটি কলকাতায় অবতরণের পর মা ও নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মা ও শিশু দুজনই সুস্থ আছেন। খবর এনডিটিভির।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দোহা থেকে ব্যাংককগামী এক অনির্ধারিত উড়ান রাত ৩টা ৯ মিনিটে কলকাতা বিমানবন্দরে চিকিৎসাগত কারণে আপৎকালীন অবতরণ করে। বিমানে ওই নারী সন্তান প্রসবের পর কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে সিগন্যাল পাঠান পাইলট। এরপর মেডিক্যাল সহায়তার প্রয়োজনে বিমানটি জরুরি অবতরণ করতে হবে।