আপডেট : ৩ জুন, ২০১৯ ১৫:০৬
কাহালু থানা পুলিশ সদস্যদেরকে উপহার দিলেন ওসি
কাহালু (বগুড়া) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়ার কাহালু থানা পুলিশ সদস্যদেরকে পাঞ্জাবী প্রদান করেন থানা অফিসর ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, এস আই ডেভিড হিমার্দ্রী বর্মা, আব্দুর রহিম, আব্দুল মালেক, কামরুজ্জামান, আশিক, এ এস আই মোজাম্মেল হক, আতাউর, জাহাঙ্গীর, মাসুদ সহ থানার অন্যান্য এস আই, এ এস আই ও পুলিশের সদস্যবৃন্দ।