logo
আপডেট : ১৪ মে, ২০১৯ ১৫:২১
দিনাজপুরের বীরগঞ্জে ”আলোর ফেরীওয়ালা” চালু
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ”আলোর ফেরীওয়ালা” চালু

দিনাজপুর-১ পল্লী বিদুৎ সমিতি’র বীরগঞ্জ জোনাল অফিস পবিত্র রমজান মাস উপলক্ষে ২৪ ঘন্টা গ্রাহক সার্ভিসের লক্ষে আলোর ফেরীওয়ালা নামক উদ্যোগ চালু করেছে।

”শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদুৎ” স্লোগানকে সামনে রেখে ১৪ মে সকাল ৯টায় পল্লী বিদুৎ সমিতি’র বীরগঞ্জ জোনাল অফিস এর ডেপুটি ম্যানাজার মোঃ আশরাফুল হক ”আলোর ফেরীওয়ালা” নামক গ্রাহক সেবা উদ্বোধন করেন।

উদ্বোধন কালে এজিএম কম গোলাম রব্বানী, জুয়েল ইসলাম, আব্দুর রাজ্জাক উপস্থিতিতে তিনি জানায়, বীরগঞ্জ পৌর শহর সহ ১১টি ইউনিয়নে ১২টি টিম পিকাপভ্যান, মটর সাইক্যাল, রিস্কাভ্যান নিয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় ৭০ হাজার গ্রাহকের বিভিন্ন সমস্যা ও মিটার দিয়ে তাৎক্ষনিক সমাধানের লক্ষে ২৪ ঘন্টা কাজ করার উদ্যোগ গ্রহন করে হয়েছে।