logo
আপডেট : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১২:০৫
কিশোর কুমারের বায়োপিকে রণবীর কাপুর!
অনলাইন ডেস্ক

কিশোর কুমারের বায়োপিকে রণবীর কাপুর!

কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমার। চলচ্চিত্রে অভিনয়েও দেখা গেছে তাকে। এবার সফল এই ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক নির্মিত হতে চলেছে। এটি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন অনুরাগ বসু। আর নায়ক হিসেবে রাখতে চান রণবীর কাপুরকে।

ভারতীয় গণমাধ্যমে এই পরিচালক জানান, কিশোর কুমারের বায়োপিক করবো।  আমি ও রণবীর কাজটির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সবকিছুই নির্ভর করছে আমি এই কাজটির জন্য কবে সময় বের করে উঠতে পারবো। তবে এই ছবির জন্য রণবীরই আমার প্রথম পছন্দ।

বরফি কিংবা জগ্গা জাসুস অনুরাগের সঙ্গে রণবীরের জুটি বেশ পুরোনো। এই নায়ক-পরিচালক জুটি যদি এক হয়ে কাজটি করে দারুণ কিছু হবে প্রত্যাশা ভক্তদের।

এখন 'লুডো' ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনুরাগ। অভিষেক বচ্চন, রাজকুমার রাও ও আদিত্য রায় কাপুরকে ছবিটিতে দেখা যাবে।