টক দইয়ে ফ্যাট থাকে নামমাত্র। তাছাড়া টক দই রক্তের কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে সাহায্য করে। স্ট্রোক বা হৃদপিণ্ডের নানা সমস্যার ঝুঁকি কমাতে রোজ খান টক দই।
নিয়মিত টক দই খেতে পারলে রক্তকে টক্সিন মুক্ত রাখতে পারবেন। সুস্থ থাকবেন।
উচ্চ রক্তচাপের সমস্যা দূর করতে টক দই খুবই কার্যকরী! নিয়মিত টক দই খেতে পারলে তা রক্তে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপের সমস্যা।
অনেকেরই দুধটা ঠিক হজম হয় না। তারা অনায়েসেই দুধের পরিবর্তে টক দই খেতে পারেন। এতে শরীর সুস্থ থাকবেই।
নিয়মিত টকদই খেলে মেদ ঝড়ে যায়। দুপুরে খাবার খাওয়ার পর টকদই খান চিনি ছাড়া। বা রাতে খাবার পর টক দই খান। নিয়ম করে একমাস খান দেখবেন শরীর থেকে হুহু করে কমবে মেদ।
সূত্র: নিউজ এইট্রিন