প্রকাশিত : ১২ মে, ২০১৯ ১১:৪৬

কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ
কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সংবাদ সংস্থা পলিটিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার পিয়ংইয়ং দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে গত শনিবার তারা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া চালায়। ১৮ মাসের মধ্যে এটিই ছিল দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যাপারে ট্রাম্প বলেন, ‘আমি এ ঘটনাকে বিশ্বাসভঙ্গের কারণ হিসেবে মনে করি না। এবং আপনারা জানেন, কোন ক্ষেত্রগুলোকে আমি বিশ্বাসভঙ্গের কারণ বলে মনে করি। তবে এ ঘটনাকে বিশ্বাসভঙ্গের কারণ মনে করি না।’ ট্রাম্প আরো বলেন, ‘এগুলো স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র এবং খুবই মানসম্পন্ন।’

এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রসঙ্গে ট্রাম্প বিরক্তি প্রকাশ করলেও কোরিয়ার এ ইস্যুতে সমঝোতায় আসতে সফল হবেন বলে আশা প্রকাশ করছেন। যদিও এর আগে উত্তর কোরিয়া ইস্যুতে তাঁর সব রিপাবলিকান ও ডেমোক্র্যাট পূর্বসূরীরা ব্যর্থ হয়েছেন।

এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় কেউই আনন্দিত নয় বলে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন ট্রাম্প। ট্রাম্প আরো বলেন, ‘আমরা দেখব কী ঘটে।’

উত্তর কোরিয়াও সমঝোতায় আসতে চায় জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি, তারা সমঝোতা চায়, তারা সমঝোতার কথা বলছে। তবে তারা এ জন্য এখনো প্রস্তুত রয়েছে বলে আমি মনে করি না।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি বলছি এটা সম্ভব। তবে এ মুহূর্তে নয়।’

এর আগে গত শনিবার উত্তর কোরিয়ার স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রসঙ্গে ট্রাম্প এক টুইটবার্তায় জানান, তিনি আশা করেন, কিম জং-উন দুই দেশের সম্পর্কের পথটি নষ্ট করবেন না। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার নেতা জানেন যে, আমি তাঁর সঙ্গে আছি এবং প্রতিজ্ঞা ভঙ্গ করব না।’

২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে প্রথম ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার বৈঠক।

দ্বিতীয় দফার এ বৈঠককে একটি ‘খারাপ চুক্তি’ বলে সম্বোধন করেছিলেন কিম।

উপরে