প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:৫২

অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার বিষয়ে সিদ্ধান্ত আজ

অনলাইন ডেস্ক
অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার বিষয়ে সিদ্ধান্ত আজ
জুলিয়ান অ্যাসাঞ্জ, ধর্ষণ, মামলা, বিবিসির প্রতিবেদন, যুক্তরাজ্য

উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে করা ধর্ষণ মামলাটি পুনঃতদন্ত করা হবে কি না, সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে সুইডনে।

নির্যাতনের শিকার নারীর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মামলাটির পুনরায় তদন্ত শুরু হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘদিন ধরে আশ্রয়ে থাকায় এতোদিন মামলাটি স্মিত হয়ে ছিল। এপ্রিল মাসে দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেফতারের পর ধর্ষণ মামলার বিষয়টি আবার আলোচনায় আসে।

২০১০ সালে সুইডেনে যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। তবে শুরু থেকেই অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

উপরে