কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
অনলাইন ডেস্ক
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে এক সৈন্য ও দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজ্যের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।
এ ঘটনায় আরও দুই সৈন্য ও এক বেসামরিক আহত হয়েছেন। একটি বাড়িতে অবস্থানরত দুই বিচ্ছিন্নতাবাদী ঘেরাও হয়ে আছেন বলে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
পুলওয়ামার ওই এলাকাটিতে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযানটি অব্যাহত ছিল। ওই এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।