প্রকাশিত : ১৭ মে, ২০১৯ ১৫:০১

সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা করল তাইওয়ান

অনলাইন ডেস্ক
সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা করল তাইওয়ান

এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা করল তাইওয়ান। আজ শুক্রবার তাইওয়ান সংসদ এ-সংক্রান্ত বিলটি পাস করে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৭ সালে সমকামীদের বিয়ে করার অধিকার রয়েছে বলে রায় দিয়েছিল তাইওয়ানের সাংবিধানিক আদালত। এ নিয়ে বিল পাস করার জন্য সংসদকে দুই বছর সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং আগামী ২৪ মের মধ্যে বিল পাস করতে বলা হয়েছিল।

আইনপ্রণেতারা একই লিঙ্গের বিয়ের ব্যাপারে তিনটি বিল নিয়ে সংসদে নিজেদের বক্তব্য উপস্থাপন করে বিতর্ক করেন। এর মধ্যে যেটি সবচেয়ে গ্রহণযোগ্য, তা পাস করা হয়।

অন্যদিকে রক্ষণশীল আইনপ্রণেতাদের উপস্থাপন করা অন্য দুটি বিল ছিল। এগুলো হচ্ছে, বিয়ের পরিবর্তে ‘একই লিঙ্গের পারিবারিক সম্পর্ক’ এবং ‘একই লিঙ্গের মিলন’। তবে সমকামীদের বিয়ে-সংক্রান্ত বিলটিই পাস করে সংসদ।

এ সময় দেশটির রাজধানী তাইপের রাস্তায় শত শত সমকামী অধিকার সমর্থকরা বিয়ের ব্যাপারে ঘোষণার জন্য অপেক্ষা করেন।

উপরে