প্রকাশিত : ১৮ মে, ২০১৯ ২০:৩৭

মার্কিন নারীকে হত্যায় এক ইরানির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
মার্কিন নারীকে হত্যায় এক ইরানির মৃত্যুদণ্ড

ইরানে এক মার্কিন নারীকে হত্যায় এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। ইরানের একটি রাষ্ট্রীয় দৈনিক পত্রিকার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।সাত বছর আগে এক মার্কিন নারীর গাড়ি চুরি করতে গিয়ে তাকে হত্যা করেছিলেন ওই ইরানি।২০১২ সালে তেরেসা ভারজিনিয়া নামের তিন সন্তানের ওই মা নিখোঁজ হন। তার ইরানি স্বামীর পরিবারকে দেখতে তিনি দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন।

এ ঘটনায় দুজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তখন আটকদের বয়স ছিল ২০ ও ২১ বছর। সিসিটিভির ফুটেজে ওই নারীর গাড়িসহ একটি প্রেট্রোল স্টেশনে তাদের দেখা গেছে।আটকদের মধ্যে এক ইরানি তাকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর তার গাড়ি ও নগদ অর্থ চুরি করা হয়েছিল। এসময় অন্য ইরানি তাকে সহায়তা করেছিলেন।মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মাদকবিরোধী আইনের সংশোধনের পর ২০১৮ সালে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা অর্ধেকে নেমে গেছে। চীনের পর মৃত্যুদণ্ডের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান।

উপরে