নিউজিল্যান্ডে মসিজদে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদের হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সম্পৃক্ত’ হওয়ার অভিযোগ গঠন করা হয়েছে।
ব্রেন্টনের বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা ও ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে। জুন মাসে পরবর্তী শুনানির জন্য হাজির করা হবে এই অস্ট্রেলিয়ানকে।
এর আগে সবশেষ গত এপ্রিল মাসে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে উপস্থিত হন ব্রেন্টন। ওই সময় একজন বিচারক তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে বলেন। তার বিরুদ্ধে নারী, পুরুষ ও শিশুদের ইবাদতরত অবস্থায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এসময় হামলা লাইভস্ট্রিমও করেন ২৮ বছর বয়সী এই হামলাকারী।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে নির্বিচারে ৫১ জনকে হত্যা করে ব্রেন্টন। ওই হামলা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম গণগুলিবর্ষণের ঘটনা।
ভয়াবহ ওই হামলার পর নিউজিল্যান্ডের এমপিরা দেশটিতে সামরিক ধরনের সেমি-অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করে।
খবর বিবিসির।