প্রকাশিত : ২১ মে, ২০১৯ ২১:০৭

মক্কা ও জেদ্দার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি এয়ার ডিফেন্স

অনলাইন ডেস্ক
মক্কা ও জেদ্দার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি এয়ার ডিফেন্স

সৌদি এয়ার ডিফেন্স ফোর্স সোমবার ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র দুটি মক্কা ও জেদ্দার দিকে অগ্রসর হচ্ছিলো। সৌদি আরব বলছে, ইরান-সমর্থিত হুতি মিলিশিয়া দ্বারা এগুলো ছোড়া হয়। খবর সৌদি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরব নিউজের।আরব জোটের একজন মুখপাত্র বলেন, সকালে তায়েফের উপর একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় এবং কিছু টুকরো মক্কা পর্যন্ত বিস্তৃত উপত্যকা ওয়াদি জলিলে পড়েছিলো। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশে ধ্বংস করে দেয়া হয়।

জেদ্দায় বাসিন্দারা আরব নিউজকে বলেছিলেন যে তারা সোমবার সকালের দিকে একটি জোরালো বিস্ফোরণ শুনেছিলেন। আরব নিউজ জানায়, ২০১৭ সালের জুলাই মাসেও হুতি মিলিশিয়ারা মক্কাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিলো।সোশ্যাল মিডিয়াতে হামলার ভিডিও প্রচারের পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। পবিত্র নগরীকে টার্গেট করার নিন্দা জানিয়েছেন অনেকে।বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘হুতিদের আক্রমণ’ এর নিন্দা জানিয়েছে এবং সতর্কতার জন্য সৌদি বিমান বাহিনীর প্রশংসা করেছে।

উপরে