প্রকাশিত : ৩ জুন, ২০১৯ ১৪:৩২

আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল

অনলাইন ডেস্ক
আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল

আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করেছে দেশটির সাংবিধানিক পরিষদ। অব্যাহত বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়া প্রেসিডেন্ট আব্দেলআজিজ বুতেফলিকার উত্তরসূরী নির্বাচনে আগামী ৪ জুলাই ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আলজেরিয়ার সাংবিধানিক পরিষদ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তারা নির্বাচনে আগ্রহী দুই ‘প্রার্থীর আবেদন’ বাতিল করেছে। একইসঙ্গে ‘আগামী ৪ জুলাই ভোটগ্রহণ করা সম্ভব নয়’ বলেও ঘোষণা দিয়েছে তারা।

তবে প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেনি সাংবিধানিক পরিষদ। এদিকে আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আরও পরের দিকে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আব্দেলকাদের বেনসালাহকে আহ্বান জানিয়েছে তারা।

সাংবিধানিক পরিষদের এই সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ক্ষমতা মেয়াদ দীর্ঘায়িত হবে। গণবিক্ষোভের মুখে বুতেফলিকার ২০ বছরের শাসন অবসান হওয়ার পর নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন বেনসালাহ।

সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আগামী ৯ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল তার। এদিকে বেনসালাহ’র পদত্যাগের দাবিতেও আলজেরিয়ায় বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির মানুষজন রাষ্ট্র ক্ষমতায় এলিটদের প্রভাব কমানোর দাবি জানাচ্ছে। ১৯৬২ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এলিট শ্রেণিরা আলজেরিয়া শাসন করে আসছিল।

কাতার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহামেদ কিরাত বলেছেন, ১৫ সপ্তাহ ধরে বিক্ষোভ করেছে আলজেরিয়ানরা। আমরা আন্দোলনের ১৬তম সপ্তাহের দিকে এগোচ্ছি। তাই বেনসালাহকে বিক্ষোভদের কথা শুনতে হবে।

খবর আল-জাজিরার।

উপরে